সুদের টাকা আদায়ে সাহায্য না করায় বেধড়ক মারধর!

বাড়ি থেকে মেরে মেরে মায়ের সামনে ডুমুরিয়া চিতলিয়া রহমান শেখার দিয়ে ছেলে মোঃ সাইদ শেখ কে ধরে নিয়ে যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টায় এজাজ ও চুন্নু গং মোঃ সাইদ শেখ (বয়স১৮) পিতা রহমান শেখ,


রহমান শেখ এর ছেলে সাইদ শেখ কে ধরে নিয়ে ৫ নং ডুমুরিয়া ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডে নির্মমভাবে অত্যাচার করে ও মাথায় মারাত্মক যখম করে। বর্তমানে মূর্শ অবস্থায় ভর্তি আছে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় ৩৬ নং বেডে। যারা আমার ছেলে ও আমাকে মেরেছে সাইদ শেখ এর মা বলেন এদের নামে বিগত ২০১৭ সালে জামাই বাজার মন্দিরভাঙ্গা মামলার এদের নামে বিভিন্ন অভিযোগ আছে আসামী ইজাজ শেখ ও চুন্নু এলাকায়।
বিভিন্ন রকম অন্যায় অত্যাচার তার মধ্যে হিন্দুদের উপর করে মূলত এরা সুদের ব্যবসা নিয়ে এই ঘটনা ঘটায় এরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে মোহাম্মদ সাইদ শেখ এর মা আরো বলে ও শারীরিক ভাবে অনেক আঘাত করেছে। পিতা সত্তার শেখ বাঁশবাড়িয়া উত্তরপাড়া ও লিওন, কালিমুল্লাহ,নামএজাজ (বয়স ৪৫), নাম চুন্নু (বয়স ৪০), ইমন, অমিত এ ঘটনায় জড়িত এদের সকলের প্রশাসনের কাছে শাস্তি দাবি করি।
পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর


দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- সুদ
- মারধর
- সাহায্য
- টুঙ্গিপাড়া
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: