• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

১১ বছর পর প্রতারণা মামলার পলাতক আসামি আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ পিএম
১১ বছর পর প্রতারণা মামলার পলাতক আসামি আটক

প্রতারণার ৮টি মামলার পলাতক আসামি মো. সাইদুল ইসলামকে ১১ বছর পর গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা  পুলিশ।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা  ইউনিয়নের মহিশামুড়ি এলাকার বাসিন্দা এই ব্যক্তি দেশের বিভিন্ন জেলার একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, আসামি মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাজীপুর, নেত্রকোনা, মানিকগঞ্জসহ মোট আটটি জেলায় প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, জালিয়াতি, বিশ্বাসভঙ্গসহ নানা অভিযোগে মামলা দায়ের হয় ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে।

সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে রয়েছে—ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪২৫/১৭ নম্বর মামলা, শরীয়তপুরের জিআর-২১/১৪, রাজশাহীর জিআর-১৬৩/২০, গাজীপুরের জিআর-৩৬৩/২১, নেত্রকোনার জিআর-৪৮/২০, মানিকগঞ্জের জিআর-২৬৩/১৮, ও শরীয়তপুরের জিআর-২১/১৪ (সাজা) মামলাসহ আরও কয়েকটি মামলা। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন এলাকা হতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এলাকায় না থেকেও বিভিন্ন সময়ে ছদ্মবেশে চলাফেরা করতেন।

তার গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাইদুল ইসলাম ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়, বিকাশের মাধ্যমে প্রতারণা, কখনো জিনের বাদশা পরিচয়ে নানা প্রতারনা চালিয়ে আসছিল। তার এ চক্রের সাথে স্থানীয় অনেকেই জড়িত থাকতে পারে। তাই মামলা গুলো তদন্ত করে এ চক্রের সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন লালমনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় ৮টি প্রতারণা মামলার পলাতক আসামী কে তিনি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

দৈনিক পুনরুত্থান / লালমনিরহাট প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন