আমরণ অনশনে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন কম্পাস অনার্স প্রোগ্রামের ৩য় ব্যাচের সার্কুলার প্রকাশের দাবিতে অন-ক্যাম্পাস অনার্সের শিক্ষার্থীরা গতকাল বিকাল ৪ টা থেকে আমরণ অনশনে বসেছে আজ দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ২০ ঘন্টা অতিবাহিত হলে অসুস্থ হয়ে পড়েছে বেশ কিছু শিক্ষর্থী তুহিন নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এক নারী শিক্ষার্থীসহ বেশ কিছু শিক্ষার্থীর অবস্থা দ্রুত অবনতি দিকে যাচ্ছে।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অন কম্পাস অনার্স প্রোগ্রামের ৩য় ব্যাচের ভর্তি সার্কুলার প্রকাশ ও শিক্ষা কার্যক্রম চলমান রাখার দাবিতে কয়েক মাস থেকে তারা আন্দোলন করে আসছে প্রশাসন বিভিন্নভাবে আশ্বাস দিলেও তাদের দাবি এখন পূরণ হয়নি। গতকাল সকালে ক্যাম্পাসের একাডেমি ভবনের সামনে অবস্থা কর্মসূচি থেকে বিকাল ৪ টা পর্যন্ত দাবি পুরুণে প্রশাসনকে সময় বেধে দেয়া হয়।
কিন্তু ৪ টা পর্যন্ত অবস্থান করার পরও দাবি পূরণ না হওয়ার ২৪ মে ২৫ বিকাল ৪ টা থেকে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা যা এখন পর্যন্ত চলমান রয়েছে কিন্তু তাদের দাবি পুরণে এখন প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি এতোমধ্যে আন্দোলনের সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকেরা
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল জানিয়েছে, ❝প্রয়োজনে মৃত্যু কে বরণ করে নেয়া হবে কিন্তু কোন আপোষ করা হবে না। তৃতীয় ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত এ অনশন চলবে
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: