কয়রায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কয়রায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক আলােচনা সভা বৃহস্পতিবার ২৫( সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত৷ হয়। সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মােহাম্মদ রেজাউল করিম।
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ শফিকুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজিত কুমার বৈদ্য। সন্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) শাহ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার এম শুভ্যমরিয়ম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, আইসিটি অফিসার মিহির মিত্র, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচীর উদ্বোধন হবে। কয়রা উপজেলায় ৫৩ হাজার শিশুদের টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইনে উক্ত বয়সের সকলকে টিকাদানে উদ্বুদ্ধ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মােহাঃ রেজাউল করিম বলেন, এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। অথচ বাইরে এই টিকার দাম ২ হাজার ৫শত টাকা। উপজেলা এই টিকাদানে উদ্বুদ্ধ করার জন্য সকল দপ্তরকে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। টাইফয়েড এর টিকা নিয়ে অভিভাবকরা যাতে কোন গুজবে কান না দেয় এবং তাদের বাচ্চাদের টিকা দেয় সে বিষয়টি সবার সচেতনতার সাথে কাজ করার আহবান জানানাে হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- কয়রায় টাইফয়ে
- টিকাদান ক্যাম্পেইন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: