• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ছাত্র-জনতার ওপর ৩ লাখ গুলি ছুড়েছিল পুলিশ : তদন্ত কর্মকর্তা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৮ পিএম
ছাত্র-জনতার ওপর ৩ লাখ গুলি ছুড়েছিল পুলিশ : তদন্ত কর্মকর্তা

জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে শুধু রাজধানীতে ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসব তথ্য উপস্থাপন করেন।  

পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরেন মো. আলমগীর। এ সময় আদালতে উপস্থিতি ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, তানভীর হাসান জোহা ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্দোলন দমনের জন্য সারা দেশে পতিত সরকারের আমলে তিন লাখ ৫ হাজারের বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে ৯৫ হাজারের বেশি রাউন্ড গুলি ঢাকা মহানগরে।

এর আগে শনিবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, শেখ হাসিনার মামলার সর্বশেষ ও ৫৪তম সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন