জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাগেরহাটে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০ টায় ঐতিহাসিক খানজাহান আলী মাজার এলাকায় ডাক্তার মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মারুফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ রমিজ উদ্দিন, জেলা সভাপতি এমডি আজমির খান রনি, এনামুল কবির, নাসিম বিল্লাহ, ডাক্তার নূর মোহাম্মদ গাজী, ডাক্তার শেখ নজরুল ইসলাম, ডাক্তার সাইফুল ইসলাম রানা, ডাক্তার সাইফুল ইসলাম, ইউনুস আলী, জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, নীলারা আফরোজ জলি, ডাক্তার রুমাসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- জাতীয়তাবাদী
- পল্লী চিকিৎসক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: