• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নিষিদ্ধ করা এত সহজ হলে প্রথম দিনই আ. লীগ নিষিদ্ধ হতো : মোস্তফা ফিরোজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:১৬ পিএম
নিষিদ্ধ করা এত সহজ হলে প্রথম দিনই আ. লীগ নিষিদ্ধ হতো : মোস্তফা ফিরোজ

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন; যদি নিষিদ্ধ এত সহজ হলে প্রথম দিনই নিষিদ্ধ হতো। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, এত সহজে নিষিদ্ধ করা যায় না। বিএনপি একটি দায়িত্বশীল দল, তারা জানে যে এই ধরনের নিষিদ্ধের সংস্কৃতি যদি একবার এ দেশে চালু হয়, তবে পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হবে, তারা প্রতিপক্ষের প্রতি এই অস্ত্রটা ব্যবহার করবে।

তিনি বলেন, এটা হলে আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না। বিরোধী রাজনীতি থাকবে না। যেকোনো সময় বিরোধী রাজনীতিকে রাজাকারের দোসর, রাজাকারের শাবক, ফ্যাসিবাদের দোসর—এসব কথা বলে নিষিদ্ধের দাবি উঠবে এবং আপনি নিষিদ্ধ করতে থাকবেন। তখন আর গণতান্ত্রিক রাজনীতি, শৃঙ্খলা বলে কিচ্ছু থাকবে না।

 তিনি আরো বলেন, এর চেয়েও প্রবল বিরোধিতার মুখে কখনো কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের কথা কেউ চিন্তা করতে পারেনি; এখন এটা ডাল-ভাত হয়েছে। যদিও আওয়ামী লীগই এই পথটা দেখিয়ে দিয়েছে। কারণ তারা প্রবল দাবির মুখেও জামায়াত-শিবিরকে কিন্তু নিষিদ্ধ করেনি, কিন্তু শেষ বেলায় এসে নিষিদ্ধ করেছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন