• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাথর উত্তোলন বন্ধে তিস্তা নদীতে প্রশাসনের অভিযান,১৩টি নৌকা ও বিভিন্ন যন্ত্রাংশ বিনষ্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৩ পিএম
পাথর উত্তোলন বন্ধে তিস্তা নদীতে প্রশাসনের অভিযান,১৩টি নৌকা ও বিভিন্ন যন্ত্রাংশ বিনষ্ট

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে যৌথ অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ।

বুধবার(২৪সেপ্টেম্বর)দিনব্যাপী উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নিরঘাট এলাকায় তিস্তা নদীতে অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত  ইঞ্জিনচালিত ১৩টি নৌকা বিনষ্ট করা হয় ও নদী থেকে পাথর উত্তোলনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।এতে সহযোগিতা করেন বিজিবি ও থানা পুলিশ।

এলাকাবাসী সুত্রে জানা যায়,কিছু অসাধু মানুষ বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন।এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখতে অনুরোধ জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইমরানুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধভাবে পাথর উত্তোলন করা হবে সেখানেই এমন অভিযান চালানো হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন