• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার ৭০ লাখ টাকাসহ গাড়ি উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৪ পিএম
প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার  ৭০ লাখ টাকাসহ গাড়ি উদ্ধার

রাজধানীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা সহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

এ সময় নগদ ৭০ লাখ টাকা ও একটি গাড়ি উদ্ধার করা হয়। ডিএমপি’র পল্লবী থানার মামলা নং-৬৫, তারিখ ২৯ জুন ২০২৫, ধারা ৪০৬/৪২০/৫০৬/৩৪ এর প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। মামলার বাদী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রথমে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ‘ব্রাদার্স গ্রুপ’ নামক কথিত কোম্পানির সাথে যোগাযোগ করলে প্রতারণার শিকার হন।

পিবিআই সূত্র জানায়, চক্রটি সাভারে উচ্চ বেতন, গাড়ি ও নানা সুবিধার প্রলোভন দেখিয়ে ভিকটিমদের কলাবাগানের ‘Asset Dreams Ville’ নামক একটি ভাড়া বাসায় নিয়ে যেত। সেখানে হাই-ফাই অফিস পরিবেশ তৈরি করে ব্যবসায়িক আলোচনার নামে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিত। এমনকি ভিকটিমদের আস্থা অর্জনের জন্য কোরআন শরীফ হাতে শপথ করাত এবং নিজেদের ব্যবসায়িক পার্টনার দাবি করত।

এভাবে বাদী মিজানুর রহমানের কাছ থেকে মোট ২২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরবর্তীতে তারা বাসা ছেড়ে গা-ঢাকা দিলে বাদী থানায় মামলা করেন। পিবিআই তদন্তে নেমে প্রথমে আসামি মোঃ আব্দুল আজিজকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও ৪ জনকে আটক করা হয়। অভিযানকালে আরেকজন ভুক্তভোগী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খানের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় আসামিদের হাতেনাতে ধরা হয়।

পিবিআই জানায়, এ চক্রের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। মাত্র তিন মাসের মধ্যে তারা ৫০টিরও বেশি মোবাইল ফোন ও শতাধিক সিম পরিবর্তন করেছে।

তারা বিভিন্ন ভাড়া বাসায় অস্থায়ী অফিস খুলে নিজেদের আন্তর্জাতিক ব্যবসায়ী পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। প্রতারক চক্রটির নারী সদস্য নতুন বাসা ভাড়া নেয়া ও ভিকটিমদের বিশ্বাসযোগ্যতা অর্জনে সহায়তা করত। কখনো কাজের মেয়ে, কখনো বোন পরিচয়ে থেকে সে প্রতারণার গোপনীয়তা রক্ষা করত। পিবিআই বলছে, এই সংঘবদ্ধ প্রতারক চক্র বিশেষভাবে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের টার্গেট করত। চাকরির প্রলোভন, ব্যবসায়িক অংশীদারিত্ব ও বিদেশি ঘড়ির আমদানি-রপ্তানির অভিনব কৌশল দেখিয়ে তাদের সর্বস্ব লুটে নিত।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন