বরগুনা ইলমুল কুরআন একাডেমির অভিভাবক সম্মেলন
বরগুনায় ইলমুল কুরআন একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৭ সেপ্টেম্ভর ২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ৯.৩০ মিনিটে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।ইলমুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ বশির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলমুল কোরআন একাডেমীর সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে ছাএ -ছাএীরা উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন ধরনের ইসলামিক পরিবেশনা উপস্থাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকের মধ্যে কয়েকজন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান বলেন,ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ইলমুল কুরআন একাডেমীর পরিচালকসহ সকল শিক্ষক মন্ডলীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কচিকাঁচা বাচ্চারা অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।আমি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনুষ্ঠান শেষে ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- ইলমুল কুরআন একাডেমি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: