বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অদ্য ২৮ মে রোজ বুধবার ২০২৫ ইংরেজি তারিখে পরীরখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ বসে চাল বিতরণ করা হয়েছে।


৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সর্বমোট নিবন্ধিত জেলের সংখ্যা ১৬২৮ জন।আজ ১২৭৪ জন জেলেকে মোট ৮০ কেজি করে ২ মাসের চাল বিতরন করা হয়েছে।চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ,সকল ইউপি সদস্য এবং মিডিয়া কর্মী।জনপ্রতি প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে ২ মাসের চাল বিতরণ করা হয়েছে।
চাল গ্রহণ কালে জেলেরা বলেন, আমাদেরকে সুষ্ঠুভাবে চাল দেওয়া হচ্ছে। সঠিকভাবে মেপে পরিমাণ মতো চাল দেওয়া হচ্ছে, কোন প্রকার কম দেওয়া হয় না। আমরা প্রতিটি জেলে দুই মাসের মোট ৮০ কেজি করে চাল পেয়েছি। আমাদের কাছ থেকে কোন প্রকারের টাকা পয়সা নেওয়া হয়নি।
জেলেদের চাল বিতরণ কালে ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান কবির ইউনুস বলেন, আমরা কোন প্রকার অনিয়ম ছাড়াই জেলেদের কে সুষ্ঠুভাবে চাল বিতরণ করতেছি। প্রতি জেলেকে দুই মাসের ৮০ কেজি করে চাল দিচ্ছি।
জেলেদের চাল বিতরণ কালে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা সঠিকভাবে মেপে চাল বিতরণ করতেছি। জনপ্রতি ৮০ কেজি করে ২ মাসের চাল জেলেদেরকে বিতরণ করতেছি।আজকে সর্বমোট ১২৭৪ জন জেলেকে এক লক্ষ ১,৯২০ কেজি চাল বিতরন করা হচ্ছে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- বালিয়াতলী ইউনিয়ন
- চাল বিতরণ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: