• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় সরকারি বরাদ্দে ইউপি সচিবের বাগান বাড়ির রাস্তা তৈরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
বরগুনায় সরকারি বরাদ্দে ইউপি সচিবের বাগান বাড়ির রাস্তা তৈরি

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচনা ইউনিয়ন পরিষদ সচিবের ৯ নং বড় গৌরীচন্না মৌজার ভূতমারা গ্রামে সরকারি খাস জমি ডিসিআর নিয়ে গড়ে তোলা হাওলাদার এগ্রো নামক বাগানবাড়িতে গভীর নলকূপ ও রাস্তা সরকারি বরাদ্দে তৈরি করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায় ২০২৪-২৫ অর্থবছরের টিয়ার প্রকল্পের আওতায় গৌরীচন্না ইউনিয়ন পরিষদ থেকে ছয়টি গভীর নলকূপ স্থাপনের প্রকল্প দেয়া হয়। ইউনিয়ন পরিষদ সচিব এই ছয়টি প্রকল্পের একটি গভীর নলকূপ তার বাগানবাড়িতে বসিয়েছেন। এছাড়া একই অর্থ বছরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন বরাদ্দের মাধ্যমে তার বাগানবাড়ির রাস্তা (ইটসলিং) করেছেন।

ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্যের সাথে কথা বলে জানা গেছে ইউনিয়নের কোন প্রকল্পের চাহিদা ইউপি সদস্যদের সাথে আলাপ-আলোচনা করে দেয়া হয় না। ইতিপূর্বে যেমন চেয়ারম্যান ও সচিব মিলে প্রকল্প দিয়েছে বর্তমানেও একই কাজ হচ্ছে। প্রকল্প অনুমোদনের পূর্বে তারা জানতেই পারেন না কোথায় প্রকল্প দেওয়া হয়েছে এবং সিপিসি কাকে করা হয়েছে।

৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বেলাল হোসেন মোল্লা বলেন, ইট সলিং রাস্তার প্রকল্প কখন দেয়া হয়েছে আমি জানিনা। আমাকে শুধু বলেছে আপনার ওয়ার্ডে একটি রাস্তা হবে কাজটি ঠিকাদার ঠিকমতো করছে কিনা দেখবেন। আমি দাঁড়িয়ে থেকে রাস্তাটি করেছি ঠিকাদার যাতে ভালো কাজ করে আমি সেই চেষ্টা করেছি। সচিবের বাগান বাড়ির রাস্তাও ঠিকাদার করেছে তবে কোন প্রকল্পের এবং এই চাহিদা কে কখন দিয়েছে আমার জানা নাই।

গৌরিচন্না ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ওমর ফারুক বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় রাস্তাটি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে করিনি ইউনিয়ন পরিষদ আমাকে দিয়েছ। গৌরীচন্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান বলেন, আমি দায়িত্ব পাওয়ার আগে বরাদ্দ দেওয়া হয়েছে। কারো ব্যক্তিগত বাগানবাড়িতে ইউনিয়ন পরিষদের এ বরাদ্দ দেয়া যাবে কিনা? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি নুতন এত আইন কানুন জানিনা।

দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

এ সম্পর্কিত আরও পড়ুন