শেরপুর- ধুনট আসনে মনোনয়ন প্রত্যাশী খোকনের গণসংযোগে জনসমুদ্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪০ শেরপুর-ধুনট ৫ আসনের বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ থেকে মনোনয়ন পেতে গণসংযোগ করেছেন ফজলুর রহমান খোকন।


শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে জেলার ধুনট উপজেলার এলাঙ্গী বাজার, জোরশিমুল, আনারপুর কাদাই, হাসাপটল, আরকাটিয়া বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ।
গণসংযোগের বহরটি এলাঙ্গী বাজারে পৌঁছামাত্র তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ধুনট উপজেলা এবং ওই ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় নিমিষেই যেন গণসংযোগটি জনসমুদ্রে পরিণত হয়।
ফজলুর রহমান খোকন বতর্মানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।
গণসংযোগকালে তিনি সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাট্রকাঠামোর লিফলেট তাদের হাতে হাতে তুলে দেন।
তিনি প্রায়ই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এছাড়াও তুলে ধরছেন নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা।


তার এই ধারাবাহিক জনসংযোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মন্তব্য জনসাধারণের। জনসংযোগের সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য শ্লোগান দেয়।
গণসংযোগকালে পথসভায় ফজলুর রহমান খোকন বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাট, সন্ত্রাস, দূর্নীতিসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন। ফজলুর রহমান খোকন আরও বলেন, দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে।
এই আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন নেতাকর্মিরা তার পক্ষেই কাজ করবে। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে ধুনট - শেরপুর উপজেলার উন্নয়নে নজির সৃষ্টি করতে চায়। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে দেশে হামলা-মামলার শিকার অনেক হয়েছি । তবুও জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
গণসংযোগের সময় সফরসঙ্গী ছিলেন শেরপুর উপজেলার বিএনপি নেতা আবু বক্কর, শেরপুর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাফিউল আলম সবুজ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হক লায়ন, শেরপুর শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, শেরপুর উপজেলা ছাত্রনেতা রাফি আল-আমিন, ধুনট উপজেলা যুবদলের নেতা আব্দুল হালিম লিটন, উপজেলা ছাত্রদলের নেতা বদিউজ্জামান তমাল, যুবদলের নেতা লোকমান হোসেন, সবুজ আহম্মেদ, রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম, রানা, সাজ্জাদ হোসেন সুমন, মিলন, ইব্রাহিম , রবিউল , সিরাজ আহম্মেদ, ছাত্রদলের নেতা রুবেল, আব্দুল হালিম, রিয়াল, সাব্বির, রাজু আহম্মেদ,শান্ত, মহিদুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শেরপুর- ধুনট আসন
- মনোনয়ন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: