• ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম
আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে। জানা যায়, গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতারকৃত পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে ব্যারাকে বসে থাকতে দেখা যায়।

এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। একই সঙ্গে এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন