• ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আ. লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ : ব্যারিস্টার ফুয়াদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
আ. লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ : ব্যারিস্টার ফুয়াদ

আওয়ামী লীগ বা নৌকা মার্কা নির্বাচন করতে পারবে না, এ ব্যাপারে সব রাজনৈতিক দলের একাত্মতা আছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে তার দল ও নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবার মধ্যে একাত্মতা আছে। কারণ, গণ-অভ্যুত্থানের ব্যাপারে তারা ন্যূনতম রিগ্রেট করেনি। জাতির কাছে ক্ষমা চাওয়া, বিচারের মুখোমুখি হওয়া—এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের ব্যাপারে এই পজিশনটা থাকবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।

জামায়াত ঘোষিত যুগপৎ আন্দোলের বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব কর্মসূচি দেওয়ার এবং রাজনীতি করার একটা জায়গা আছে। এটা ডেমোক্রেটিক ফ্রেমেই আছে। কারণ জামায়াত তো আর বিএনপি না।

ঠিক একইভাবে বিএনপি তো আর জামায়াত না। অতঃএব সবাই সবার জায়গা থেকে কর্মসূচি দেবে, কাজ করবে। সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না।’

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, ‘পিআর পদ্ধতিতে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ প্রচুর মেরুকরণের চেষ্টা করবে।

কিন্তু ফান্ডামেন্টালি গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির ভেতরে যদি বোঝাপড়াটা ভালো থাকে, যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব পালন করব। কিন্তু শত্রুর প্রশ্নে, গণ-অভ্যুত্থান প্রশ্নে আমরা কম্প্রমাইজ করব না।’

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন