আ. লীগকে পুনর্বাসন করে মুজিববাদের কবর রচনা সম্ভব নয় : আবু হানিফ

আওয়ামী লীগকে পুনর্বাসন করে মুজিববাদের কবর রচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।


পোস্টে তিনি লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় আমাদের বড় শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিকে এক থাকতে হবে।
আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, কিন্তু এটা যেন সংঘাতে রূপ না নেয়। গতকাল গোপালগঞ্জের ঘটনায় বেশ কিছু বিষয় সামনে আসছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করে কি মুজিববাদের কবর রচনা সম্ভব? সেটা যে সম্ভব না তা গতকাল গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে।’
তিনি আরো লেখেন, ‘এনসিপির অনেক কমিটিতেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে, হচ্ছে।
গোপালগঞ্জে এনসিপির জেলা কমিটি রয়েছে, চারটি উপজেলা কমিটিও রয়েছে। সেই হিসেবে এনসিপি নিজস্ব সক্ষমতা নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথা। একটা কথা মনে রাখবেন ভাড়া করা লোক কিংবা সমাবেশ দেখতে আসা লোক কিন্তু আপনার জন্য লড়াই করবে না। লড়াই করতে হলে দলের নিজস্ব নেতাকর্মী লাগবে।
কালকে কি গোপালগঞ্জে এনসিপির নিজস্ব নেতাকর্মী ছিল? থাকলে আওয়ামী লীগের সঙ্গে তো এনসিপির ধাওয়া-পাল্টাধাওয়া হওয়ার কথা, তা কি হয়েছে? বাস্তবে তা হয়নি বরং এনসিপির ওপর আওয়ামী লীগ হামলা করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী এনসিপির নেতাকর্মীদের রক্ষা করেছে। আমার প্রশ্ন, এনসিপি কি গোপালগঞ্জে প্রশাসনের ওপর নির্ভর করে গিয়েছিল নাকি দলীয় নেতাকর্মীদের ওপর? আর তাহলে দলীয় নেতাকর্মী কোথায় ছিল?


এনসিপির সেখানে জেলা কমিটি ও চারটি উপজেলা কমিটি রয়েছে সেখানে কাদের দিয়ে কমিটি করেছে এটা বড় প্রশ্ন! আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে। সেখানে লড়াই করতে গেলে সেই সক্ষমতা না নিয়ে গেলে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
পোস্টে তিনি আরো লেখেন, ‘আওয়ামী লীগের অনেকেই নিজেকে রক্ষা করার জন্য এনসিপিতে যোগ দিচ্ছে। তবে মনে রাখতে হবে, এরা জাস্ট পরিস্থিতির সঙ্গে সঙ্গে পূর্বের রূপে ফিরে যাবে—এটা মাথায় রেখে এগোতে হবে।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: