• ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্নে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্নে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এখনো বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা আমাদের এখানে আসছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন