উত্তর বোয়ালমারীতে বিএনপির ৩ প্রার্থী বেগম জিয়ার দোয়া মাহফিলে
উত্তর বোয়ালমারী (ময়না-সাতৈর-ঘোষপুর-দাদপুর-বোয়ালমারী ইউনিয়ন) বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত তিন প্রার্থী উপস্থিত ছিলেন।
শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) বিকালে উত্তর বোয়ালমারী বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে ফরিদপুর-১ থেকে মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক এমপি খোন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রাপ্ত চৌধুরী নায়াব ইউসুফ এবং মো: শহিদুল ইসলাম, যিনি ফরিদপুর-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন এই তিন নেতা উপস্থিত ছিলেন।
স্থানীয় সাতৈর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাদের উপস্থিতিতে দোয়া মাহফিলটি জনসমাবেশে রূপ নেয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।
অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ফরিদপুর-৩ আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ।
আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এসএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবজাল খান পলাশ, যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু, মধুখালি উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবদ্দিন আহমেদ সতেজ,
সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু প্রমুখ। উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট, শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ, ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ খান রাব্বি সহ উত্তর বোয়ালমারীর পাঁচ ইউনিয়নের হাজারো নেতাকের্মী।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিলটি একটি সমাবেশে রূপ নেয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- উত্তর বোয়ালমারী
- বিএনপি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: