• ঢাকা
  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

জয়পুরহাট পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ‎ ঘরে অগ্নিসংযোগ ও গাছ কেটে ক্ষতিসাধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
জয়পুরহাট পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ‎ ঘরে অগ্নিসংযোগ ও গাছ কেটে ক্ষতিসাধন

‎জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ৫ শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

‎‎অভিযোগকারী মোঃ মুনসুর রহমান (৪৫) জানান, তাদের বাপ-দাদার পৈত্রিক সূত্রে দড়িপাড়া মৌজায় খতিয়ান নং সি/এস-৪০, এস/এ-৪৩ এবং আর/এস ৬১, ১১৮, ১৭, ৮৫, ১৫৬ ও ২০৯ দাগে মোট ৫.২৭ একর সম্পত্তির মধ্যে ২.৫২ একর জমি তারা ভোগদখল করে আসছেন। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষ ওয়ারিশ মোঃ মাহমুদুল হক গং ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলছিল।

‎‎মুনসুর রহমান অভিযোগ করে বলেন,প্রতিপক্ষ মাহমুদুল হক গং এবং তার ভাড়াটিয়া লোকজন রড, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ করে, ঘরের টিন লুট করে এবং বসতবাড়ির পাশে লাগানো ৫ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে। তারা প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

‎‎তিনি আরও জানান, এ বিরোধ নিয়ে ২০১৯ সালে জয়পুরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা (নং-৩৮) চলমান রয়েছে। মামলার মাঝে এমন নিশংস ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‎‎ভুক্তভোগী পরিবার মনে করছে, প্রতিপক্ষরা যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

‎‎এবিষয়ে প্রতিপক্ষ সোলায়মান আলী  বলেন, ওয়ারিশ সূত্রে আমরা জমির মালিক। আমাদের ফসলি জমিতে তারা ঘর নির্মাণ করেছিল। আমরা ভেঙ্গে দিয়েছি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন