নওগাঁ-৬ বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু
 
	বাংলাদেশ জাতীয় সংসদীয় আসন নওগাঁ ৬( আত্রাই- রাণীনগর) উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশি প্রচার প্রচারণা বা তৎপরতা নেই ।
	  
	  বিএনপির মনোনয়ন পেয়েছেন,নওগাঁ জেলা বিএনপি র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু,
আত্রাই রাণীনগর (নওগাঁ -৬) দুই উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চলমান রেখে তার সরব উপস্থিতি বজায় রেখে এ জনপদে
জনপ্রিয়তায় শীর্ষে থাকা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু, বলেন নওগাঁ -৬আসনে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই জনপদের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন আমার মুল লক্ষ,
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত দুঃসময়ের সাংগঠনিক কার্যক্রম বিবেচনা করে আমাকে মুল্যায়ন করেছেন এবং এই আসনে মনোনয়ন প্রদান করেছেন।
এ জনপদের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে এমনটি আশাবদব্যাক্ত করে বলেন আমি অসহায় মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই।
	  
	  দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
 - নওগাঁ
 - রেজাউল ইসলাম রেজু
 
এ সম্পর্কিত আরও পড়ুন
             
			
                						
			
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
	 
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: