• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

পাদ্রীশিবপুরের সাবেক ইউপি সদস্য মিঠুর বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল করার অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম
পাদ্রীশিবপুরের সাবেক ইউপি সদস্য মিঠুর বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল করার অভিযোগ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক আলোচিত ইউপি সদস্য মিঠু ডি.কস্তার বিরুদ্ধে জোর পূর্বক বসতবাড়ি দখল করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায় যে,বাকেরগঞ্জ থানজর ২৩ নং তৌজির অন্তর্গত, এস,১২৮৮ নং খতিয়ানের পাদ্রীশিবপুর মৌজার জে,এল,নং-২৬ এর বিগত ইং-২৪/০৩/১৯৮৩ তারিখে বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ২১৪৪ নং সাব-কবলা দলিল এবং বিগত ইং-১৩/০৬/১৯৯৪ সালে ১৯৫০ নং সাব- কবলা দলিল মূলে খরিদ সূত্রে রেমন্ড মধু এবং বিগত ইং-০৩/০৯/২০০৩ তারিখে বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্টিকৃতঃ৪৩২৭ নং দলিল খরিদ সূত্রে একইভাবে মালিকানা অর্জন করে মোকাম সহকারী কমিশনার ভূমি রাজস্ব আদালতে ১৯৯৪-৯৫ সনের ১৬৬৭(২য়) বিকে নং-নামজারী মোকদ্দমার ইং-১২/০২/১৯৯৫ তারিখের আদেশ মোতাবেক নাম পত্তনীয় মালিক রেমন্ড মধু এবং মোকাম সহকারী কমিশনার ভূমি রাজস্ব আদালতে ২০০৪-০৫ সনের ১১২৩(২য়) বিকে/নং নামজারী মোকদ্দমার ইং-৩০/১২/১৯৯৬ তারিখের আদেশ মোতাবেক নামপত্র নিয়ে মাল্লিক রেমন্ড মধু মোকাম সহকারী কমিশনার ভূমি রাজস্ব আদালতে ২০০৪-০৫ সনের ১১২৩ (২য়) বিকে নামজারী ও জমাখারিজ মোকদ্দমার ইং-০২/০৫/২০০৫ তারিখের আদেশ মোতাবেক নামপত্তনীয় মালিক রেমন্ড মধু।

উক্ত রেমন্ড মধুর তার কন্যা যোসেফ গোমেজের স্ত্রী অর্পিতা মধু তার পিতাকে দীর্ঘদিন যাবৎ ভরণপোষণ,রক্ষণাবেক্ষণ ও দেখাশুনা করায় তার পিতা রেমন্ড মধু কন্যার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে বিগত ইং-০৪/১২/২০০৮ তারিখে বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ৩৪৩৭ নং দানপত্র দলিল প্রদান করেন।তাহার কন্যা অর্পিতা মধু উক্ত দানপত্র দলিল মূলে মালিক হয়ে বাকেরগঞ্জ সহকারী কমিশনার ভূমি রাজস্ব আদালতে ২০১১-১২ সনের (২য়) বিকে নং নামজারভ ও জমাখারিজ মোকাদ্দমার বিগত ইং-২৪/০১/২০১২ তারিখের আদেশ মোতাবেক নতুন খতিয়ান-২১২৫ প্রস্তুত পূর্বক তাহার তাহান নিজ নামের রেকর্ড সংশোধন পূর্বক একছত্র নিরঙ্কুশ মালিকানায় বিদ্যমান থাকিয়া বিগত -০৮/০৯/২০২১ তারিখে উক্ত খতিয়ানের এস,এ দাগ নং-৪৩৪৭/৪৩৪৮ দাগের মোট ১৯ শতাংশ ভূমি সহ ০৫ ইঞ্চি ওয়াল বিশিষ্ট একতলা ছাদের একটি ভবন তৎকালীন সর্বোচ্চ বাজার বহায় মূল্যে স্থানীয় মৃত আলবিন গোমেজের পুত্র বেনেডিক রনি গোমেজ,প্রদীপ গোমেজ ও হেনরী সন্দ্বীপ গোমেজের নিকট বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ৪২২৩ নং দলিল মূলে হস্তান্তর করে দখল বুঝিয়ে দিলে সেখানে মৃত আলবিন গোমেজের স্ত্রী সহ তার পুত্রগন বসবাস করতে থাকেন।

এ বিষয় উক্ত জমির মালিক প্রদীপের নিকট জানতে চাইলে তিনি জানান,তারা তিন ভাই ঢাকা ও নারায়ণগঞ্জে চাকুরী করার সুবাদে তার বৃদ্ধ মাতা মাধু গোমেজ উক্ত ক্রয়কৃত জমি ও বসতবাড়ি দেখাশুনা ও রক্ষণা-বেক্ষনে জন্য একা বসবাস করার সুবাদে পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দখলবাজ নামে খ্যাত মিঠু ডি.কস্তা এবং তার স্ত্রী রুবী মধু সহ ভাড়াটিয়া৫/৬ জন সন্ত্রাসী নিয়ে তাদের ক্রয়কৃত দখলীয় সম্পত্তির বসতবাড়ি মধ্যে অনাধিকারভাবে প্রবেশ করিয়া বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করিয়া বিপুল পরিমাণ অর্থের ক্ষতি সাধন করেন।

উক্ত ঘটনা সোনা মাত্রই তাদের বৃদ্ধ মাতা ঘটনার দৃশ্য দেখিতে আসিলে এবং তাহার নিজ ঘরে প্রবেশের চেষ্টা করিলে তাকে প্রাননাশে হুমকি দিয়ে মিঠু ও তার স্ত্রী রুবি মধু বলেন,তোকে এইবারের মতো জোরপূর্বক বের করে দিলাম তুই এবং তোর তিন পুত্র যদি এই ঘরে পুনরায় প্রবেশের চেষ্টা করিলে তোদের সবাইকে হত্যা করে লাশ গুম করে ফেলবো মাধু গোমেজের ছোটপুত্র হেনরী সন্দ্বীপ গোমেজ অভিযোগ করে বলেন, যেহেতু আমরা তিন ভাই ঢাকা ও নারায়ণগঞ্জ শহরে চাকরি করার কারণে বাড়িতে তেমন আসতে না পারার কারণে আমার বৃদ্ধ মাতা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করার কারণে যেকোনো সময় আমার বৃদ্ধ মাতাকে রুবি মধু ও তার মাদক সেবী পুত্রদের হাতে হত্যা হওয়ার আশংকায় শংকিত।তাই উক্ত বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুততম হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন