প্রকাশ্যে তরুণের ডান হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা
গাইবান্ধায় প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামের এক তরুণের ডান হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গাইবান্ধা শহরের শাপলা মিল এলাকায় বিকেল সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে। আহত রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মহুরিপাড়ার ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মিল এলাকার মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যান।
মোশারফকে রুবেল খুঁজতে গেলে হঠাৎ সুখনগর সংলগ্ন এলাকায় বাবুসহ চার পাঁচজন রুবেলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
দুর্বৃত্তরা সটকে পড়লে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করেন।
এলাকাবাসীর দাবি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। রুবেলের বন্ধু মোশারফ বলেন, তাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন রুবেলকে আক্রান্ত হতে হলো তা বোধগম্য নয়।
ভুক্তভোগীর বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে কোনো কারণ ছাড়াই হাতের কবজি কেটে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই।
এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ডান হাতের কবজি পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: