• ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন জাকারবার্গ!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ পিএম
ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন জাকারবার্গ!

মার্ক এস জাকারবার্গ নামে একজন যুক্তরাষ্ট্রের আইনজীবী—ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছেন। 

তিনি অভিযোগ করেছেন, সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্ট বারবার বন্ধ করা হয়েছে এবং তাকে ‘সেলিব্রিটি নকলকারী’ হিসেবে দেখানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

ইন্ডিয়ানা ভিত্তিক এই দেউলিয়া আইনজীবী জানিয়েছেন, গত আট বছরে তার ফেসবুক অ্যাকাউন্ট পাঁচবার বন্ধ করা হয়েছে, যার কারণে তার ব্যবসায় হাজার হাজার ডলারের ক্ষতি হয়েছে।

তিনি আরও দাবি করেন যে, ফেসবুকের মূল সংস্থা মেটা $১১,০০০ মূল্যের বিজ্ঞাপন সরিয়ে তার চুক্তিভঙ্গ করেছে।

জাকারবার্গ স্থানীয় টিভি স্টেশন ডব্লিউটিএইচআরকে বলেছেন, ‘এটা মজার নয়, যখন তারা আমার টাকা নেয়। এটা ঠিক যেমন হাইওয়ের পাশে একটি বিলবোর্ড কিনে টাকা দেওয়া, তারপর তারা এসে সেটার ওপর একটি বিশাল চাদর চাপিয়ে দেয়।’

মেটা পরে তার অ্যাকাউন্ট পুনরায় চালু করে এবং জানিয়েছে, ভবিষ্যতে এমন ভুল প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার আইনজীবী মার্ক এস জুকারবার্গ, একটি তারিখবিহীন ছবিতে। তিনি এই মাসে ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। (ক্রেডিট: মার্ক এস জুকারবার্গ)

মার্ক জাকারবার্গ ৩৮ বছর ধরে আইনচর্চা করছেন—এটি ফেসবুক প্রতিষ্ঠাতার নাম বিশ্বব্যাপী পরিচিত হওয়ার অনেক আগে। শেষবার তার অ্যাকাউন্ট মে মাসে বন্ধ করা হয় এবং মামলা দাখিলের পরই তা পুনরায় চালু হয়।

তিনি আরও জানিয়েছেন, পরিচয় প্রমাণের জন্য তাকে বহুবার ছবি, ক্রেডিট কার্ড, জন্মনিবন্ধন এবং সেলফি জমা দিতে হয়েছে। 

তার ওয়েবসাইট iammarkzuckerberg.com-এ তিনি এই অভিজ্ঞতার বিবরণ রেখেছেন, যেমন ভুলভাবে ওয়াশিংটন রাজ্যের পক্ষ থেকে মামলা, নেক্সটডোর অ্যাপ থেকে অপসারণ, এবং প্রতিদিন শতাধিক বন্ধু অনুরোধ পাওয়া।

জাকারবার্গ বলেন, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতার প্রতি কোনো অসন্তোষ রাখেন না। ‘যদি তিনি কখনো আর্থিক সমস্যায় পড়েন এবং ইন্ডিয়ানায় থাকেন, আমি আনন্দের সঙ্গে তার মামলা পরিচালনা করব,’ যোগ করেন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন