• ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০৬ পিএম
বরগুনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রামের হামিদা (৩৩)নামের এক গৃহবধূ ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রোজ শুক্রবার আনুমানিক ০৩ টার সময় এই ঘটনা ঘটে। মৃত গৃহবধু হামিদা গত তিন বছর সৌদি আরবে ছিলেন। গত ১৫ দিন আগে সে বাংলাদেশে আসেন। হামিদার বোন বলেন, আমার বোনের সাথে আমার দুলাভাই ভাই ঝগড়া ঝামেলা করে এমনকি গায়ে হাত দিয়ে মারধর করে। কোন কারণ ছাড়া মানুষ তো গলায় দড়ি দেওয়ার কথা না। পারিবারিক অশান্তির কারণে এসব হয়েছে।

এ বিষয়ে মৃত হামিদার শশুর আঃরহিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে সকালে আমার ছেলে এবং ছেলের বউ ঝগড়া করেছে।দুপুরের পরে শুনি যে আমার ছেলের বউ গলায় ফাঁস দিয়েছে।ঘরের ভিতরে আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়েছে। ফাঁস দেওয়ার পরে তার ছোট মেয়ে আরিফা(০৭) বডি দিয়ে ওড়না কেটে তার মাকে নামিয়েছে। নিহত হামিদার ননদ শাহানা(৩০) বলেন, আমি ভাতিজি আরিফ এর কাছে শুনে ঘরের ভিতরে গিয়ে দেখি গলায় ওড়না বেধে ফাঁস দিয়ে ঝুলতেছে। আমি বডি দিয়ে ওড়না কেটে তাকে নামিয়েছি। তখন সে জীবিত ছিল। এরপর আমরা বালিয়াতলী থেকে ট্রলার যোগে লতাকাটা নিয়ে আসি।

সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়। নিহত হামিদার শশুর এবং ননদের কথার সাথে কোন মিল পাওয়া যাচ্ছে না। হামিদের ননদ শাহানা বলেছেন তার ভাই আবু জাফর সোনা বাড়িতে ছিল না কিন্তু শাহানার বাবা বলেছেন ছেলে বাড়িতে ছিল এবং ছেলের বউ সকালে ঝগড়া করেছে।বাবা এবং মেয়ের আলাদা বক্তব্য প্রদানের কারণটা কি সেটা স্পষ্ট নয়। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন