বরেন্দ্র অঞ্চলে আদা চাষীদের মুখে হাসি

আদা চাষীদের মুখে হাসি ফুটেছে। কারণ তারা ভালো ফলন পাচ্ছেন এবং বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন।


অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যার কারণে আদার ফলন বৃদ্ধি পেয়েছে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সাহায্য করছে। আদা একটি গুরুত্বপূর্ণ মসলা, যার বাজার মূল্য সাধারণত বেশি থাকে। বাজারে আদার চাহিদা সব সময় বেশি থাকায় এবং অধিক লাভজনক হওয়ায় কৃষকরা আদা চাষে ঝুঁকছেন। ফলে দিন দিন পরিধি বাড়ছে আদা চাষের ।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,এ'অঞ্চলে ৩হাজার হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। আদা চাষী জাকারিয়া হোসেন জানান, গত বছর তিনি ১৩ শতক জমিতে আদা চাষ করে প্রায় ১ লক্ষ টাকা লাভ করেছেন। তিনি এবারও ১৩ শতক জমিতে আদা চাষ করেছেন। এ আদা চাষ করতে তার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পরিমাণ জমি থেকে তার ১ লক্ষ ২০ হাজার টাকার আদা বিক্রি হবে বলে আশা করছেন।
নাটশাল গোপালপুর গ্রামের জামিল হোসেন জানান, আদা লাভজনক হওয়ায় এ'গ্রামের চাষীরা আদা চাষে ঝুঁকেছেন। কৃষি অধিদপ্তরপুর পরিচালক আবুল কালাম আজাদ জানান, এ'অঞ্চলে মসলা জাতীয় ফসল আদা চাষে কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরেন্দ্র অঞ্চল
- আদা চাষী
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: