বাউফলে প্রাণী সম্পদ প্রকল্পের আওতায় ২৬২ খামারিকে উপকরণ বিতরণ

পটুয়াখালী জেলার বাউফলে প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ২৬২ জন খামারিকে প্রাণী সম্পদ উপকরণ দেওয়া হয়েছে।


৩০ জুন (সোমবার) দুপুরে ১২:৩০ টার দিকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ডা: মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
এ সময় উপকারভোগীদের মাঝে ট্রলি, ফ্লোরম্যাট, বেলচা, ল্যাক্টোমিটার বিতরণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সরকারী বার্তা সংস্থা-বাসস-এর ভ্রাম্যমান সংবাদদাতা এনামুল হক এনা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক রাশেদুল ইসলাম ইজাজ, সবুজ সরকার ও গোলাম মস্তফা সহ অন্যরা।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বাউফল
- প্রাণী সম্পদ প্রকল্প
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: