শিক্ষার্থীদের ওপর হামলা : তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব গ্রেফতার
 
 
	বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।
 
	   
	  রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার তথ্যমতে, সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় মামলার এজাহারভুক্ত আসামি আফতাব উদ্দিন অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। প্রায় ঘণ্টাখানেক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় এম এ মান্নান জেলহাজতে আছেন।
 
	   
	  দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
- শিক্ষার্থী
- হামলা
- তাহিরপুর
- গ্রেফতার
এ সম্পর্কিত আরও পড়ুন
 
 
             
			 
                						
			.png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 আবদুল হাফিজ মল্লীক.webp.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								.jpg.webp) 
                    											  			
								 
                    											  			
								 
	 .png.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.jpg.webp) 
                    											  			
									
আপনার মতামত লিখুন: