• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

Advertise your products here

  1. রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলমুক্ত হয়েছে গণতন্ত্র : কাদের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০০ পিএম
শেখ-হাসিনার-নেতৃত্বে-শৃঙ্খলমুক্ত-হয়েছে-গণতন্ত্র-কাদের
ফাইল ফুটেজ

ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছেন, আপাত দৃষ্টিতে জঙ্গিবাদ নিষ্ক্রিয় মনে হলেও তলে তলে সক্রিয় বিএনপি। তারা নাশকতা ও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে।

তিনি রাজধানীর সেতুভবনে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মতবিনিময়কালে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে অনেক আগেই। নতুন করে বিএনপির প্রয়োজন নেই গণতন্ত্র উদ্ধার করার।

আরও পড়ুন>> বিএনপি জয়ী হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে : ফখরুল

ষড়যন্ত্র ও মিথ্যাচারের জন্য নিষেধাজ্ঞা দেয়া উচিত বিএনপিকে, আমাদের কে নয়। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে জনগণের জানমাল রক্ষায় আছে এবং থাকবে। নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ ও গণসংযোগ করবে। তিনি আরও বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ দেয় না।

অবিরাম কর্মসূচিতে আওয়ামী লীগ আছে। সংঘাত করার বিএনপির সঙ্গে কোন ইচ্ছা নেই আওয়ামী লীগের। অনুষ্ঠিত হয় এর আগে সেতুভবনে বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভা। সভায় একমাত্র রাষ্ট্রপতিকে পদ্মা সেতুসহ সকল সেতুতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় টোল অব্যাহতির।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন