• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

শেরপুরে ব্র্যাকের শিক্ষা মডেল বাস্তবায়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
শেরপুরে ব্র্যাকের শিক্ষা মডেল বাস্তবায়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

শেরপুর জেলা সদরের ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ব্র্যাক শিক্ষা কর্মসুচীর উপজেলা ব্যবস্থাপক মো: আলফাজ উদ্দীন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

সভায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার ।

এসময় বাজিতখিলা  ইউনিয়নের চেয়ারম্যান  আবদুল্লাহ আল হাসান খুরম, প্রধান শিক্ষক মো: আক্তারুজ্জামান, মো: গোলাম রব্বানী, শিল্পী রাণী সিংহ ও জয়নাল আবেদীন এবং পাড়া কমিটির সদস্য হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

ব্র্যাক সুত্র জানায়, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্যে বাধ্যতামুলক বন্ধ করে দেয়া হয়েছিলো এবং এসময়ে শ্রেনীকক্ষে প্রচলিত সকল শিখন-শিখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মখিন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। 

যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচী এর প্রকল্প ইডুকেট দ্যা মোষ্ট ডিসএ্যাডভ্যানটেজ চিলড্রেন ইন বাংলাদেশ (ই.এম.ডি.সি) এর মাধ্যমে সুবিধা বঞ্চিত ঝরে পড়া শিক্ষর্থীদের জন্যে একসেলারেটেড মডেল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। 

১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যচ আপ কম্পোনেন্ট (ব্রীজ কোর্স), ৬ মাসের নির্দিষ্ট শ্রেনী ভিত্তিক শিক্ষন প্রক্রিয়া, যাহা শিক্ষর্থীদের শিক্ষন ঘটতি পুরন করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে। 

বর্তমানে উক্ত প্রকল্পটির চতুর্থ বছর চলছে এবং প্রায় ৪৮৭৫০ জন শিক্ষর্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেল শিক্ষা সম্পূর্ণ করেছে এবং আরো ৩০ হাজার শিক্ষর্থী ১ হাজার ২০০ টি ব্র্যাক স্কুলে অধ্যায়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পটির শেষে ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ জন শিক্ষর্থী ৫ হাজার ৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের মাধ্যমে একসেলারেটেড এডুকেশন মডেলের মাধ্যমে ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিকভাবে স্কুলে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন