• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সংসদীয় আসনের সীমানা নিয়ে বিরোধ, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৭ পিএম
সংসদীয় আসনের সীমানা নিয়ে বিরোধ, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে- সেটির বিষয়ে সিদ্ধান্ত দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সীমানা নিয়ে বিরোধের বিষয়ে ইসি সচিব বলেন, ১৮টি রিট হয়েছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। 

সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন চলার বিষয়ে তিনি বলেন, যেকোনো প্রেক্ষাপটে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। বিষয়টা আদালতেও গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হবে। আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার।

নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধিদল আসবে বলে জানান ইসি সচিব। তিনি আরও জানান, আগামী কমিশন বৈঠকে নির্বাচনি পর্যবেক্ষকদের বিষয়টি তোলা হবে।

এ সময় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের বিষয়ে ইসি সচিব বলেন, ২২টি দলের বিষয়ে তদন্ত শেষ। আগামী রোববার বা সোমবার নাগাদ মিটিংয়ে বিষয়টি তোলা হবে। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে, সেটা পরে জানানো হবে।

এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন