• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২৯ পিএম
সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক

কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে আটক করেছে।

 এ সময় হরিণের ১ টি মাথা, হরিণ ধরার ৩ শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)। 

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রাত ১ টার দিকে উপজেলার  দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারার রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়েছে। 

সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত সুন্দরবনে ঢুকছে অপরাধীরা। লোকালয়ে এসে মাংস ধরা পড়ছে, অথচ বনের ভেতর প্রতিদিন কত হরিণ মারা হচ্ছে, তা কারও জানা নেই। প্রশাসন আরও দায়িত্বশীল না হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।

আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

 কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন