পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি'এই প্রতিপাদকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অদম্য নারীদের সম্মান প্রদান উপলক্ষে পরিষদ চত্বরের নতুন সম্প্রসারণ ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) ইমায়েতুল ইসলাম জাহেদী,নারী জাগরণ সংস্থার সভাপতি সেলিনা আক্তার, পামডোর পরিচালক হৈমন্তী সরকার ও বড় মানিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই প্রমুখ। জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষিকা মুসরাত সুলতানা মুক্তা ও গৃহিণী সালেমা বেগম।
শেষ শিক্ষা, চাকুরীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- বেগম রোকেয়া দিবস
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: