• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎পাঁচবিবিতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম
‎পাঁচবিবিতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলন করে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করার অভিযোগ তুলেছেন।

‎আজ  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াপা গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে তিনি জানান,কিছুদিন আগে মোস্তাফিজুরের বাড়ির সিমেন্টের টিন ভাঙাকে কেন্দ্র করে বিরোধ হয়। এ ঘটনায় তার ছেলে আলামিনকে মারধর করা হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলেও বিবাদীরা সভায় হাজির হননি।

‎আমিনুল ইসলাম আরো অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তার কন্যার মাধ্যমে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (নং-৯০/২০২৫) দায়ের করেছেন।

তিনি দাবি করেন, এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর আগেও মোস্তাফিজুর স্ত্রী ও কন্যাকে ব্যবহার করে নিরীহ ব্যক্তিদের নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

‎এ ব্যাপারে মামলার বাদীপক্ষের বক্তব্য নিতে মোস্তাফিজুরের বাড়িতে গেলেও তারা দরজা খোলেননি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎ এ বিষয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমি জানি।এ ব্যাপারে ছেলে পক্ষ আমার ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করেছিল। আমি উভয় পক্ষকে পরিষদের ডেকেছিলাম কিন্তু মেয়ে পক্ষ না আসায় ঘটনাটা মীমাংসা করা সম্ভব হয়নি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন