সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেপ্তার
সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত বছরের ২৮ জানুয়ারি তার বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা চার মামলার আসামিদের মধ্যে অন্যতম আসামি হলেন বেবিচকের বর্তমান প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান।
এছাড়া এই হাবিবুর রহমানকে সিভিল এভিয়েশনের দুর্নীতির ‘বরপুত্র’ বলে অভিহিত করা হয়ে থাকে।
দুদকে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, চাকরি জীবনের শুরু থেকে নানাভাবে অন্যায়-অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন প্রকৌশলী হাবিবুর রহমান। চাকরি জীবনে তিনি জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক হয়েছেন। মূলত তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা অবস্থায় বেবিচকের বড় বড় প্রকল্পের সঙ্গে তিনি জড়িত ছিলেন। আর এই জড়িত থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ আছে। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণে জমি অধিগ্রহণের সব প্রক্রিয়া শেষ করে অধিগ্রহণকৃত জমির মূল্য বাবদ সরকারিভাবে ৫০ কোটি টাকা দেওয়া হলেও ঘুষ-বাণিজ্যের আশায় সেই চেক ছাড়তে দেরি করেন তিনি। এর ফলে একপর্যায়ে পিছিয়ে যায় জমির অধিগ্রহণ। পরবর্তী সময়ে অধিগ্রহণ মূল্যবাবদ তিন গুণ মূল্য পরিশোধের সিদ্ধান্ত আসে সরকারিভাবে।
এতে করে ১০০ কোটি টাকার লোকসান গুনতে হয় সরকারকে। বিষয়টি নিয়ে তদন্ত হলে অভিযোগ প্রমাণিত হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে প্রকল্পের দেখভাল করার দায়িত্ব থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে রেহাই পান হাবিবুর রহমান।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সিভিল* এভিয়েশনের,সাবেক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: