• ঢাকা
  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আইফোন ১৭ কেনা নিয়ে ভারতে অ্যাপল স্টোরে ব্যাপক ধাক্কাধাক্কি, মারামারি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:৫৯ পিএম
আইফোন ১৭ কেনা নিয়ে ভারতে অ্যাপল স্টোরে ব্যাপক ধাক্কাধাক্কি, মারামারি

ভারতে আইফোন ১৭ বিক্রি শুরু হয়েছে। এদিকে বিক্রি শুরু হতেই দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

একইসঙ্গে রাজধানী দিল্লি ও দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতেও নতুন আইফোনের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে শুক্রবার সকালে নতুন আইফোন ১৭ কিনতে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের ভিড়ে সেখানে একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দোকানের সামনে গ্লাসের দেয়ালের পাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো অসংখ্য মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারছে। এ সময় লাল শার্ট পরা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা টেনে বের করার চেষ্টা করলে তিনি এক প্রহরীকে আঘাত করতে চান। পরে অন্য এক গার্ড এসে তাকে সরিয়ে নেয়।

ভিডিওতে আরও দেখা যায়, এক ক্রেতা নিরাপত্তাকর্মীর খোঁজ করছেন, আর পেছনে মারামারি চলছেই। একজন লাঠিধারী গার্ড একা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এ সময় সাদা-কালো শার্ট পরা আরেকজনকে কমব্যাট পোশাকধারী সশস্ত্র নিরাপত্তারক্ষী টেনে বের করে নিয়ে যায়।

এনডিটিভি বলছে, ভারতের বিভিন্ন শহরে একযোগে আইফোন ১৭ সিরিজের মোবাইল ফোন বিক্রি শুরু করেছে অ্যাপল। এ উপলক্ষে মুম্বাই ও দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোর সামনে সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায়।

মুম্বাই স্টোরের ঘটনার বিষয়ে কয়েকজন ক্রেতা জানান, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়। আহমেদাবাদ থেকে আসা ক্রেতা মোহন যাদব বলেন, “ভোর ৫টা থেকে আমি অপেক্ষা করছি। লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই মাঝখানে ঢুকে পড়ছে। নিরাপত্তার লোকজন দায়িত্ব নিচ্ছে না। এতে পেছনের ক্রেতারা সুযোগ পাচ্ছে না।”

এমন ভিড় ও লম্বা লাইনের দৃশ্য দেখা গেছে দিল্লির সাকেত এলাকার সিলেক্ট সিটিওয়াক মলে অবস্থিত অ্যাপল আউটলেটের সামনেও। ক্রেতারা রাতভর বাইরে অপেক্ষা করেছেন, যেন সকালেই নতুন আইফোন হাতে নিতে পারেন। বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও একই পরিস্থিতি তৈরি হয়।

প্রসঙ্গত, অ্যাপল এ মাসে তাদের নতুন সিরিজ আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ‘আইফোন এয়ার’ বাজারে এনেছে। প্রো মডেলে এসেছে অ্যালুমিনিয়ামের বডি, এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি এবং নতুন “ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো”। এগুলো সেপ্টেম্বর ৯ তারিখে অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউবে লাইভ ইভেন্টে প্রকাশ করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন