আমতলীতে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে শিশু নির্যাতন, থানায় মামলা

বরগুনার আমতলীতে মধ্যযুগীয় কায়দায় হাত-পা ও গলায় রশি বেঁধে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে।


বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালিয়াতলী গ্রামের মো. শাহিন বয়াতী ও একই গ্রামের মো. রুবেল গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিশোধ নিতে রুবেল গাজী, মো. সাকিব গাজী, জাবের গাজীসহ কয়েকজন মিলে শাহিন বয়াতীর ছেলে মো. সজিব বয়াতীকে (১৭) জোরপূর্বক বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়।
পরে সজিবকে সাকিব গাজীর বাড়ির পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত-পা ও গলায় রশি বেঁধে নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মাথায় দা দিয়ে কোপানো হয়। সজিবের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত সজিবকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহিন বয়াতী বাদী হয়ে রুবেল গাজী (৩৮), সাকিব গাজী (১৬), জাবের গাজী (১৭), রবিউল মুন্সি (১৮) ও ইয়াছিন (১৬)-এর বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, "ঘটনার পর ভুক্তভোগীর বাবা এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আমতলী
- থানায় মামলা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: