• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. রাজধানী

ইজতেমার নিরাপত্তায় বিজিবিও প্রস্তুত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৯ পিএম
ইজতেমার-নিরাপত্তায়-বিজিবিও-প্রস্তুত-থাকবে-স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ফুটেজ

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা প্রতিবারই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিই ইজতেমায়। এবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এরই ধারাবাহিকতার পাশাপাশি।

সেভাবেই আমাদের পুলিশ বাহিনী কাজ করছে সাইবার নিরাপত্তায় আমরা যেভাবে বলেছি। র‌্যাব, আনসার, পুলিশ সবাই যুক্ত থাকবে প্রয়োজনে প্রস্তুত থাকবে বিজিবিও। সমন্বয় করেই সকল আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে। শুক্রবার আজ (৬ জানুয়ারি ২০২৩) বিকেলে গাজীপুরের টঙ্গীতে এসব কথা বলেন ৫৭তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ইজতেমা ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন>> ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২২ জন, মৃত্যু নেই

প্রসঙ্গত, প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগপাড়ে আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি একই স্থানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি মেহমানদের বিষয়ে বলেছেন, এবারও তা পাবে প্রতিবার তারা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকে। পাশাপাশি এবার আরও সেবা বৃদ্ধির চেষ্টা করছি তাদের জন্য। এবার আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে বিদেশি মেহমানদের জন্য। হাজী ক্যাম্পে তারা অবস্থান করবেন। হাজী ক্যাম্পে অবস্থানের সুযোগ পাবেন দ্বিতীয় দফায় যারা আসবেন তারাও।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আপনারা দেখেছেন দুই পক্ষ দুই বার ইজতেমা পরিচালনা করেছেন কোভিডের আগে। এরই ধারাবাহিকতায় জোবায়েরসাদ গ্রুপ দ্বিতীয় পর্বে এবং গ্রুপ প্রথম পর্বে অংশ নেবে। তারা ইজতেমা আগেও আয়োজন করেছেন। নতুন করে এদের মধ্যে কোনো ধরনের ভুল কিছুই নেই বোঝাবুঝির। তারা সুন্দরভাবে এ আয়োজন শেষ করবেন এটাই আমাদের আশা।

অন্যান্য খবর>> মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর দায় স্বীকার করেছে ছাত্রলীগ

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, জন নিরাপত্তা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম এমপি, গাজীপুর গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল, বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন সরকারের বিভিন্ন তাদের প্রতিনিধি ও বিভাগের কর্মকর্তারা ইজতেমার দুই পর্বের মুরুব্বীসহ।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন