উজিরপুরে আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
 
	জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।
	  
	  ২৫ নভেম্বর সোমবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান, উজিরপুর পৌর বিএনপি'র আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, শোলক ইউনিয়ন চেয়ারম্যান, সরদার আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধ জাকারিয়া মাস্টার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
- বিষয়:
 - উজিরপুর
 - উপজেলা পরিষদ
 
এ সম্পর্কিত আরও পড়ুন
             
			
                						
			
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
	 
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: