কয়রায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন
কয়রায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই পুরুষ্কার বিতরন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
এ সময় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার ভাইজার মোঃ মোহসিন আলী, কয়রা মদিনবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সুপার, মাওলানা রইজ উদ্দিন, মাওলানা নিয়মাতুুল্যাহ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিএম আঃ রাজ্জাক, দিপক কুমার মিস্ত্রী, আঃ রউফ, মোঃ হুমায়ুন কবির, মেসবাহ উদ্দিন প্রমুখ।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: