• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৩৯ পিএম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের উপর  হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে আগুণ ধরিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন আমতলী উপজেলার ছাত্র প্রতিনিধিরা। 

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধিরা একে স্কুল চৌরাস্তা এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে সাড়ে ছয়টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা গেছে, বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি, বায়জিদ, বেল্লাল, মুসতারিন, ফরহাদ, ফারদিন, তানভির, নির্জনা, অনন্য ছাত্ররা পটুয়াখালী -কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। এসময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, শান্তিপূর্ণ ভাবে এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন