জয়পুরহাট পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ঘরে অগ্নিসংযোগ ও গাছ কেটে ক্ষতিসাধন
জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ৫ শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মোঃ মুনসুর রহমান (৪৫) জানান, তাদের বাপ-দাদার পৈত্রিক সূত্রে দড়িপাড়া মৌজায় খতিয়ান নং সি/এস-৪০, এস/এ-৪৩ এবং আর/এস ৬১, ১১৮, ১৭, ৮৫, ১৫৬ ও ২০৯ দাগে মোট ৫.২৭ একর সম্পত্তির মধ্যে ২.৫২ একর জমি তারা ভোগদখল করে আসছেন। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষ ওয়ারিশ মোঃ মাহমুদুল হক গং ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলছিল।
মুনসুর রহমান অভিযোগ করে বলেন,প্রতিপক্ষ মাহমুদুল হক গং এবং তার ভাড়াটিয়া লোকজন রড, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে নির্মাণাধীন ঘরে অগ্নিসংযোগ করে, ঘরের টিন লুট করে এবং বসতবাড়ির পাশে লাগানো ৫ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে। তারা প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, এ বিরোধ নিয়ে ২০১৯ সালে জয়পুরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা (নং-৩৮) চলমান রয়েছে। মামলার মাঝে এমন নিশংস ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবার মনে করছে, প্রতিপক্ষরা যেকোনো সময় আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এবিষয়ে প্রতিপক্ষ সোলায়মান আলী বলেন, ওয়ারিশ সূত্রে আমরা জমির মালিক। আমাদের ফসলি জমিতে তারা ঘর নির্মাণ করেছিল। আমরা ভেঙ্গে দিয়েছি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: