• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

তফসিলে নৌকা থাকবে, এখনই প্রতীক হচ্ছে না শাপলা : ইসি মাছউদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম
তফসিলে নৌকা থাকবে, এখনই প্রতীক হচ্ছে না শাপলা : ইসি মাছউদ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সেই সঙ্গে শাপলা প্রতীক হিসেবে এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। 

রবিবার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।

ইসি মাছউদ আরো বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে।

কারণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে। 

এর আগে রবিবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধিদল।

তখন শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানানো হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসাবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই সময় শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন