দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা।


আসন্ন দুর্গোৎসবে জেলায় এ বছর নওগাঁ সদর উপজেলায় ১২৫টিসহ জেলার ১১ উপজেলা ও ৩ পৌরসভা এলাকায় ৮১১ টি পূজা মন্ডপে শারদীয় দুগা পূজা অনুষ্টিত হবে।
প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল জানান, পূজায় নিরাপত্তার জন্য সেনা, বিজিবি, পুলিশ, রাবও আনসার বাহিনীর পাশাপাশি পুলিশের সাদা পোশাকের টিম কাজ করবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও ট্যাগ অফিসার থাকবে এবং কন্ট্রোল রুমও চালু থাকবে। পূজাকে ঘিরে আতশবাজি ফোটানো যাবে না এবং সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে ।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম জানান, ‘অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। জেলায় আসন্ন দুর্গোৎসবকে উৎসবমুখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উৎসব পালিত হবে।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- দুর্গাপূজা
- প্রতিমা তৈরির শিল্পী
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: