নওগাঁয় নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব মনিরা হক
নওগাঁয় নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব মনিরা হক। তিনি এ জেলার দ্বিতীয় নারী ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মিজ মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত আছেন।
তাঁকে নওগাঁর ডিসি হিসেবে বদলি/পদায়ন করা হলো এবং বর্তমানে নওগাঁর দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মনিরা হক নওগাঁয় যোগদান করলে তিঁনি হবেন এ জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এই জেলার প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নিয়োগের মাধ্যমে নওগাঁ জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও দৃষ্টান্ত স্থাপিত হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নওগাঁ
- উপসচিব মনিরা হক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: