নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের হুশিয়ারী দিলেন জেলা প্রশাসক
পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কোনো ধরনের বেআইনী তৎপরতা সহ্য করা হবে না। তিনি বলেন, “সে যত বড় সাংবাদিক কিংবা রাজনৈতিক প্রভাবশালী হোক না কেন, আই ডোন্ট কেয়ার।”
সোমবার (২২ সেপ্টেম্বর ) সকালে দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তার এই বক্তব্যে গণমাধ্যম কর্মীরা হতাশ হয়েছেন।
গণমাধ্যম কর্মীরা বলছেন নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা বাঁধা প্রদান করে, যারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে,গোলযোগ করে সেই সকল ষড়যন্ত্রকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসীদের তিনি হুশিয়ারি করতে পারেন। কিন্তু গণমাধ্যম কর্মীরা তো এসবের সাথে যুক্ত না, গণমাধ্যম কর্মীরা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং সেটা সবার সামনে তুলে ধরেন।কিন্তু তিনি কেন গণমাধ্যম কর্মীদের সাবধান করলেন এটা বোধগম্য নয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবুজর মো. এজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মাওলানা জালাল উদ্দিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জুয়েল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সুনীল দাস, ছাত্র প্রতিনিধি দুর্জয়, প্রেসকাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, আঙ্গারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান এবং এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির প্রমুখ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নির্বাচন
- সাংবাদিক
- জেলা প্রশাসক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: