• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফেসবুকে উসকানিমূলক পোস্ট নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করল ঢাকা কলেজ প্রশাসন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:১৬ পিএম
ফেসবুকে উসকানিমূলক পোস্ট নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করল ঢাকা কলেজ প্রশাসন

ঢাকা কলেজ প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনে আপত্তিকর, ধর্মীয় বিদ্বেষমূলক ও উসকানিমূলক কোনো পোস্ট দিলে তার দায়ভার শিক্ষার্থীকে নিজেকেই বহন করতে হবে। এ ধরনের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায় নেবে না বলে স্পষ্ট করা হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে এবং যেকোনো ধরনের উত্তেজনাকর বা সহিংসতাকে উস্কে দেয় এমন কনটেন্ট থেকে দূরে থাকতে হবে।

অনলাইনে আপত্তিকর, ধর্মীয় প্রতিহিংসাত্মক ও উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে। 

আর এসব পোস্টের কারণে যদি কোনো আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়িত্ব নেবে না বলেও উল্লেখ করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন