বরগুনা নির্বাচন অফিসে অগ্নিকান্ড

রগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


অগ্নকান্ডে ৩ টি ব্যলট বাক্স,বেশ কিছু ভোটার তালিকা, কম্পিউটার, কম্পিউটারের মনিটর,প্রিন্টার, ফ্রিজ সহ অনেক মূল্যবান কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। সোমবার সকালে পশ্চিম পাশের একটি রুমে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে অগ্নি নির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।একই ভবনে বরগুনা জেলা ও বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম পরিচালিত হয়।
বরগুনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মী জানান,ওই রুমে থাকা একটি ফ্রিজে বিকট শব্দ শুনতে পান তিনি, এরপর রুমের মধ্যে আগুন ছড়িয়ে পরে,ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩ টি ব্যলট বাক্স,একটি ফ্রিজ,ভোটার তালিকা, কম্পিউটার সহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা নির্বাচন
- অফিস অগ্নিকান্ড
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: