বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন

বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সমিতির নিজস্ব ভবনে আয়োজিত এক জমজমাট কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠিত হয়। চালিতাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে কাউন্সিলে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করেন।


তথ্য সূত্রে জানাযায়, কাউন্সিল অধিবেশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. মীর মোস্তাফিজুর রহমান লিটনকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। তবে সদস্য সচিব পদের জন্য দুই প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এতে বিজয়ী হন মো. জহিরুল ইসলাম বাদল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হন মো. মোয়াজ্জেম হোসেন।
সভায় উপস্থিত শিক্ষকরা নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ, গণতান্ত্রিক ও শিক্ষকবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল জলিল বলেন, এই কমিটি যেন শুধুমাত্র নামেই না থাকে, সত্যিকার অর্থে শিক্ষকদের স্বার্থে কাজ করে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান ছগির, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিমন তালুকদার ও জেলা ছাত্রদল নেতা সুমনসহ আরও অনেকে।
বক্তব্য দিতে গিয়ে আতিকুর রহমান ছগির বলেন, শিক্ষক সমাজের ঐক্য ফিরিয়ে আনার এ প্রয়াসকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। একতা ছাড়া কোনো আন্দোলন বা উন্নয়ন সম্ভব নয়।
সভা শেষে তিনি নবনির্বাচিত আহ্বায়কের হাতে সমিতির ভবন মেরামতের জন্য পাঁচ হাজার টাকার অনুদান তুলে দেন।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- প্রাথমিক শিক্ষক সমিতি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: