বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ার প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বেতাগী পৌরসভা চত্বর, বাজার, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এই কার্যক্রম পরিচালিত হয়। বুধবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: বশির গাজী নূরুল ইসলাম মনি ফাউন্ডশনের কার্যক্রম উদ্বোধন করেন।


ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল স্থানীয় বাসিন্দা, দোকানি ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। লিফলেটে ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণ যেমন হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গায়ে র্যাশ, বমি ভাব ইত্যাদি উল্লেখ করা হয়। পাশাপাশি মশা জন্মানোর স্থান যেমন জমে থাকা পানি, ফুলের টব, টায়ার, ডাবের খোসা ইত্যাদি নিয়মিত পরিষ্কার রাখার উপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিক বলেন, “ডেঙ্গু বর্তমানে একটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই সময় থাকতে জনগণকে সচেতন করা জরুরি। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে অবগত করা।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালালে ডেঙ্গুর প্রকোপ কমবে। অনেকে জানান, আগে ডেঙ্গু সম্পর্কে এত তথ্য জানা ছিল না, লিফলেটের মাধ্যমে তারা নতুন করে অনেক কিছু জানতে পেরেছেন।
এসময় উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি'র সদস্য সচিব মিজানুর রহমান খান, পৌর বিএনপি'র সাবেক সভাপতি মো: আজিজুর রহমান, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো: মামুন পারেজ আসাদ, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কোয়েল সিকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো: মশিউর রহমান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো: কামাল হোসেন খানসহ বিএনপি'র উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এসময় ফাউন্ডেশনের সদস্য মিজানুর রহমান যুবরাজ, রুমন খান, ফজলে রাব্বি উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- লিফলেট বিতরণ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: