বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগ নেতাকর্মীর হামলা, আহত ৩০

কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


ঘটনার পর স্থানীয় যুবদল-ছাত্রদল আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলা পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে খয়েরপুর আবদুল্লাহপুর বাজার এলাকায় এ সংঘর্ষের সময় আবদুল্লাহপুর বাজার খেলার মাঠসংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে ১৭ জনকে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্যদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকালে অষ্টগ্রামের খয়েরপুর আবদুল্লাহপুর বাজার খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধনের কথা ছিল। খেলার মাঠে যাওয়ার সময় বিএনপির অন্য এক নেতার সঙ্গে দ্বন্দ্বের জেরে আবদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি কামাল পাশা চৌধুরী ও তার লোকজনের ওপর আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া ও খালেকের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় পণ্ড হয়ে যায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলবার বিকালে ভুক্তভোগী বিএনপি নেতা কামাল পাশা চৌধুরী যুগান্তরকে এমন ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, এ হামলায় তিনি লাঞ্ছিত হন এবং তার ১৫ নেতাকর্মী ও সমর্থক আহত হন।
অপরদিকে কিশোরগঞ্জে অবস্থানরত জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অষ্টগ্রামের অধিবাসী ফরহাদ আহমেদ দাবি করেন, পূর্বশত্রুতার জেরে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে তার বাড়িঘরে হামলার ঘটনা ঘটে এবং এ হামলায় তার পক্ষের ১৫-২০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগের লোকজন অংশ নেন বলে স্বীকার করেছেন ওসি।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: